Saturday, September 25, 2021

Leave a Comment

 চলনবিলে এখন হাজারো জেলেদের ঢল কারণ বিলে এখন পানি কমে যাচ্ছে আর কিছুদিন পরেই শীত নেমে আসবে, এই সময় প্রচুর পরিমানে দেশি মাছ ধরা পরছে। 

টাকি,পুঁটি,চিংড়ি,খলশে,কই,টেংরা,শিং,মাগুর, বোয়াল সহ বহু প্রজাতির দেশি মাছ আহরণ করছে এখানকার জেলেরা। 

আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জের তারাশ উপজেলার কুন্দল এলাকায়  সেখানকার মনোমুগ্ধকর বিশাল জলাশয়য়ের পরিবেশ দেখে কেউই চোখ ফেরাতে পারবেনা। এই কুন্দলে পৌঁছানর জন্য একটি সুন্দর রাস্তা রয়েছে এবং দুপাশে পানি আর পানি, বর্ষার সময়ে এটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়, তখন নৌকা করে মানুষদের যাতায়াত করতে দেখা যায়। এছাড়াও বিকেল হলেই বহু পর্যটক প্রতিদিন এখানে ভীর জমায়,

বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে এখান থেকে মাছ ধরছে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় খরা জাল দিয়ে মাছ ধরা, আসলে এভাবে মাছ ধরা বাঙ্গালীদের প্রাচীন ঐতিহ্য।

আমি মুগ্ধ হয়েছিলাম এরকম একটা মাছ ধরার দৃশ্য দেখে, একটি ছোট ছেলে এই খরা জাল দিয়ে মাছ ধরছে প্রতি ৪-৫ মিনিট পর পর জাল উপরে তুলে পাচ্ছে অনেক গুলো  তরতাজা মাছ  যা দেখলেই লোভ হয়ে যায়। 

আপনি যদি এটা এর আগে না দেখে থাকেন তবে দেখুন এখানে ক্লিক করে 

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 Comments:

Post a Comment