Wednesday, June 20, 2018

সোনা বের করা হচ্ছে ছাই থেকে দেখুন বিস্ময়কর আবিস্কার GOLD RECOVERY FROM ASH

Leave a Comment
ছাই থেকে সোনা বের করা হচ্ছে এখানে 
কথায় আছে্‌,... যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন। আসলে এই কথাটা একেবারে অযোউক্তিক নয়,  ঠিক সেই মানিক-রতনের খোঁজ মিলেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায়। দুই ইউনিয়নে প্রায় ৫ হাজার পরিবার সেখানে ছাই থেকে সোনা বের করে জীবিকা নির্বাহ করে চলেছেন বহুদিন যাবৎ। তাও আবার যেনতেন সোনা নয় একদম খাঁটি সোনা। তবে বর্তমানে এই পেশার মানুষগুলো তেমন ভালো নেই। কারণ পথেঘাটে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। অথচ শত বছরের ঐতিহ্য এখানকার এই শিল্প দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। মানিকগঞ্জ 
শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের সিংগাইর উপজেলার দুটি ইউনিয়ন চারিগ্রাম ও গোবিন্দল। যেখানে এলাকার প্রায় ৯০ ভাগ মানুষের প্রধান পেশাই হচ্ছে ছাই থেকে সোনা উৎপাদন করা। পুরুষদের পাশাপাশি গ্রামের নারীরাও নিখুঁত হাতে ছাই থেকে সোনা উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছেন। তাদের উৎপাদিত সোনার কদর দীর্ঘদিন ধরেই জেলা ও জেলার বাইরে বিদ্যমান রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় জুয়েলারি মার্কেটের ব্যবসায়ীরাও সেখান থেকে পাইকারি দরে সোনা কিনে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। তবে সেখানকার সোনা তৈরির কারিগরদের কিছু ক্ষোভ রয়েছে পুলিশের প্রতি। কারণ হিসেবে তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকার অলংকার তৈরির কারখানার পরিত্যক্ত ছাই সংগ্রহ করে সিংগাইর আনার পথে পুলিশি হয়রানির শিকার হতে হয় তাদের। এছাড়া, ছাই থেকে সোনা বের করার মূল উপকরণ নাইট্রিক এসিড ব্যবহার ও ক্রয় করার ক্ষেত্রেও তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।সরজমিন সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার হাজী অমর পোদ্দারের বাড়ি গিয়ে দেখা যায়, প্রায় ১৫-২০ জন পুরুষ ও নারী শ্রমিক ব্যস্ত সময় পার করছে ছাই থেকে সোনা উৎপাদনের কাজে। কেউ মাটির চুলোয় সিসা জাল করছেন, কেউ পিণ্ডা তৈরি করে রোদে শুকাচ্ছেন। এরকম আরো বিভিন্ন কৌশল অবলম্বন করে ছাই থেকে সোনা বের করার কাজ করছেন তারা। কথা হয় প্রায় ৬৫ বছরের শ্রমিক ধনী মিয়ার সঙ্গে। তিনি হাজী অমরের বাড়িতে প্রায় ২০ বছর ধরে সোনা উৎপাদন করার কাজ করে আসছেন। জানালেন, ছাই থেকে সোনা উৎপাদন করা খুবই কঠিন।

এই ভিডিও দেখুন একবার কিভাবে সোনা আহরণ করছে 



হাজী অমর জানালেন, ঢাকার তাঁতীবাজার, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় অলংকার তৈরির কারখানা থেকে প্রায় প্রতি ৬ মাস পর পর বিপুল পরিমাণ পরিত্যক্ত ছাই কিনে আনার পর প্রচুর পরিশ্রম করে সোনা উৎপাদন করা হয়। আমাদের হাতে তৈরি এই সোনা মাসে দুইবার নিজ এলাকার জুয়েলারি মার্কেটে বাজার দামের কিছুটা কমে বিক্রি করে থাকি। ছাই থেকে এক ভরি স্বর্ণ বের করতে ২০ হাজার টাকার ওপরে খরচ পড়ে। তবে আমরা যে সোনা উৎপাদন করে থাকি তা একদম খাঁটি। তিনি আরো বলেন, বর্তমানে এই ব্যবসায় আগের মতো শান্তি নেই।


স্থানীয় ইউপি সদস্য হালিম মেম্বারের বাড়িতেও চার পুরুষ ধরে চলছে সোনা উৎপাদন করার কাজ। হালিম মেম্বার জানালেন কিভাবে ছাই থেকে সোনা উৎপাদন করা হয়। ৬ মাস কিংবা এক বছর পর পর আমরা দেশের বিভিন্ন জুয়েলারি কারখানা থেকে ছাই সংগ্রহ করে থাকি। এই ছাইকে প্রথমে পুড়িয়ে ধুলায় রূপান্তরিত করা হয়। ওই মিহিন ধুলার সঙ্গে সোহাগা, ব্যাটারির সিসা ও পুইন দিয়ে ছোট ছোট পিণ্ডি বানানো হয়। তারপর রোদে শুকানো এই পিণ্ডি আগুনে গলিয়ে পিচ করা হয়। সেই পিচ ঢেঁকিতে পাড় দিয়ে গুঁড়া করে মাটির গর্তে চুন ও ধানের তুষ মিশিয়ে পুনরায় আগুনে পুড়িয়ে সিসা বের করা হয়। ওই সিসা পানিতে ধুয়ে ছাকনিতে ছেঁকে আলাদা করা হয়। এরপর একটি পাত্রে নাইট্রিক এসিড মিশিয়ে সিসা থেকে বের করা হয় মূল্যবান সোনা ও রুপা।


হালিম মেম্বার বলেন, আমার চার পুরুষের এই পেশাকে আমি এবং আমার বাবা এখনো ধরে রেখেছি। কিন্তু পেশাটিকে টিকিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে পড়েছে। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছাই কিনে আনার সময় পথেঘাটে পুলিশ আমাদের নানা ধরনের হয়রানি করে থাকে। সবখানেই হাজার হাজার টাকা দিতে হয়। বাড়িতে এনে কষ্ট করে ছাই থেকে যে সোনা উৎপাদন করি ঠিকই কিন্তু তার লভ্যাংশ আগেই পিপড়ায় খেয়ে ফেলে। তাই বর্তমানে বাপ-দাদার এই পেশাটা ধরে রাখাটাই কঠিন হয়ে পড়েছে। এছাড়া, আমরা দেড়শ’ বছরের এই শিল্পকে ধরে রাখলেও সরকারিভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় না।

দাশিরহাটি গ্রামের শহিদুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর ধরে ছাই থেকে সোনা উৎপাদন করেই সংসার চালাচ্ছি। প্রতি মাসে প্রায় ৫ ভরি স্বর্ণ বাজারে বিক্রি করে থাকি। ময়লা আবর্জনাযুক্ত ছাই থেকে সোনা বের করতে কি যে কষ্ট তা কেউ না দেখলে বুঝতেই পারবে না। সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকার মতো লাভ হয়।


বাদল ব্যাপারী জানালেন, লাভের অংশ রাস্তাঘাটেই দিয়ে আসতে হয়। তাই দিন দিন আগ্রহটা হারিয়ে যাচ্ছে। তারপরও পূর্ব পুরুষের এই পেশা আমরা ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। আসলে এই পেশা আমাদের গ্রামের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা কোন সহযোগিতা পাই না।

চারিগ্রামের হারেজ ব্যাপারী জানান, আমাদের এলাকার প্রায় প্রতি পরিবারই এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। প্রায় ৪ হাজার পরিবার এই কাজ করেই জীবিকা নির্বাহ করে আসছি। ছাই থেকে সোনা উৎপাদন করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। একেক সময় মনে হয় পেশাটি ছেড়ে দেই। কিন্তু বাপ-দাদার আত্মা কষ্ট পাবে বলে পারি না।


এলাকার বদু ব্যাপারী জানান, প্রায় দেড়শ’ বছর ধরে বংশানুক্রমে আমাদের গ্রামে চলে আসছে ছাই থেকে সোনা উৎপাদন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার জুয়েলারি দোকান থেকে পরিত্যক্ত ছাই মাটি কিনে আনি। দোকানের আকার ও কর্মচারী ভেদে এই মাটি আমরা বিভিন্ন দামে ৬ মাস পর পর টাকা দিয়ে কিনে থাকি। বেশি ছাই মাটি হলে তা থেকে প্রতিমাসে ১০ ভরি পর্যন্ত সোনা তৈরি করা যায়।


গোবিন্দল গ্রামের সোনার কারিগর শাজাহান জানান, কেমিক্যালের দাম বেড়ে যাওয়ায় এখন লাভ খুব একটা হয় না। সোহাগা, ব্যাটারির ছাই এর দাম অনেকাংশে বেড়ে গেছে । এছাড়া সব চেয়ে বড় সমস্যায় পড়তে হয় নাইট্রিক এসিড ক্রয় কর করার । কারন এই এসিড খুবই মারাত্মক জিনিস, সব দোকানদার সবার কাছে বিক্রয় করতে চায়না। 
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 Comments:

Post a Comment