আমাজন এখন পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট
আমাজনের অনেক পন্য আছে যা অন্য কোন ইকমারস সাইটে নাই আর সবচেয়ে বড় ব্যাপার হল আমাজনের মত সেরা গ্রাহক সেবা আর কেউ দিতে পারেনা, এর রয়েছে নিজস্ব ওয়্যারহাউস এখানে মালামাল খুব যত্নে সংরক্ষণ করে রাখা হয়। এবং যদি কেউ তাদের কাছে অর্ডার দেয় তাহলে ঐ পন্যটি নিজেদের দায়িত্তে গ্রাহকের কাছে পৌঁছে দেয়।
আমেরিকান মানুষের ক্ষেত্রে তারা বেশ সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেমন একটি উল্লেখযোগ্য সেবা হল ফ্রী হোম ডেলিভারি সুবিধা, আমেরিকার প্রত্যেক ১০০ জনের মধ্যা ৮৫ জনের আমাজনে এ্যাকাউন্ট আছে, তাই খুব বিশ্বাসের সাথে তারা আমাজন থেকেই যেকোনো পন্য কিনে থাকে।এক নজরে আমাজনের সাইট থেকে একবার ঘুরে আসা যাক,পৃথিবীর বহু দেশ আমাজনের পন্যের মার্কেটিং করে, আমাদের বাংলাদেশে থেকেও এটি করা যায়, তার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, ধৈর্যের কোন বিকল্প নেই এই ক্ষেত্রে। কেননা আপনি যদি সঠিক ভাবে আপনার পন্যের মার্কেটিং করতে না পারেন তাহলে দীর্ঘদিনের সকল পরিকল্পনাই বরবাত হয়ে যাবে। তাই প্রথমে আপনাকে এ্যাফিলিয়েট সম্পর্কে জানতে হবে, কিভাবে এসোসিয়েট এ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্রোডাক্ট প্রোমট করে আপনার ওয়েবসাইটে সাজাবেন এবং সোশ্যাল সাইটে সেয়ার করবেন, এসব বিষয়ে ভালোভাবে জানতে হবে।একজন সফল ব্যাক্তি জানে তাকে কত দীর্ঘ সময় কষ্ট করতে হয়েছে,এমনি এমনি কেউ ভালো মার্কেটর হতে পারে নাই। অযথা দুই একটা ইউটিউব এর ভিডিও দেখে মনে করা যাবেনা যে এগুলি কত সহজ, মোটেও কাজগুলো এত সহজ নয়। যারা পি টি সি সাইটে কাজ করে কিংবা কারো কাছে শুনেছ্ তারা মনে করে যে অনলাইন মানেই টাকা, হ্যা সত্যিই তাই, কিন্তু এটা সবার জন্য নয়, অলসদের ক্ষেত্রে তো একেবারেই নয়, এই মুহূর্তে আমার হাতে খুব একটা সময় নেই, কথা বেশি লম্বা করতে চাচ্ছিনা, সময় পেলে এর পরে বড় করে অ্যাফিলিয়েট এর বিষয়ে বিস্তারিত আলচনা করব ইনশাল্লাহ।
সফলতা পাওয়ার জন্য ধৈর্য ধরুন, দেখবেন আপনিও এরকম ডলার গুনছেন একসময়
অ্যাফিলিয়েট এর ব্যাপারে কয়েকটি সাধারন ধারনা দেয়ার চেষ্টা করলাম, দেখুন তো কিছু খুজে পান কিনা,
1: keyword select/ research.
"প্রথমেই কীওয়ার্ড রিসার্চ শিখতে হবে আপনাকে"
0 Comments:
Post a Comment